ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ধানমন্ডিতে ভোগান্তি ছাড়াই টিকা পাচ্ছেন মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
ধানমন্ডিতে ভোগান্তি ছাড়াই টিকা পাচ্ছেন মানুষ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পরিচালিত বিশেষ টিকা কার্যক্রমে রাজধানীর ধানমন্ডিতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই টিকা পাচ্ছেন সাধারণ মানুষ।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি ৮ নম্বরের ডিঙি রেস্টুরেন্ট সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহীতারা টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। পর্যায়ক্রমে একেকজন টিকা নিচ্ছেন।

টিকা নিতে আসা ব্যক্তিদের সহযোগিতার জন্য বেশ কয়েকজন সেচ্ছাসেবকেও কাজ করতে দেখা যায়। স্বাস্থ্যবিধি মেনে চলতে সেচ্ছাসেবকরা মাইকে নির্দেশনা দিচ্ছেন।

টিকা গ্রহীতা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ বছরের ঊর্ধ্বে যারা আগে রেজিস্ট্রেশন করেও টিকা পাননি আজকে তারাই টিকা নিতে পারছেন।

ধানমন্ডি ৭ নম্বর এলাকায় বসবাস করা ৭৪ বছর বয়সী সোহরাব হোসেন টিকা নেওয়ার পর বাংলানিউজকে বলেন, আমি আগে নিবন্ধন করেছিলাম। আজকে টিকা নিতে পেরেছি। সকাল সাড়ে ৯টায় লাইনে দাঁড়িয়ে সাড়ে ১০টাতেই টিকা নিতে পেরেছি।

টিকাদান কর্মসূচি প্রসঙ্গে এ সময় ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মইনুল আহসান বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা ৭৫ লাখ টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। সকাল থেকেই দেশব্যাপী আমাদের এ ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে। আমি ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। যারা ভ্যাকসিন গ্রহণ করতে এসেছেন আমি তাদের সঙ্গেও কথা বলেছি। ভ্যাকসিন গ্রহীতারা সবাই সন্তুষ্ট। কারো কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

আগামী ২৮ অক্টোবর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সবমিলিয়ে এ কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোট ৫২ হাজার ৫০০ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।