ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।
বুধবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার রোজ আলী (৬০), পুর্বধলার জালাল উদ্দিন (৬৫), জামালপুর সদরের আলাউদ্দিন (৬০), সরিষাবাড়ির শহীদ আলী (৭০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৪ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১৫ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫৩টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
জেডএ