কুমিল্লা: মহামারি করোনা হয়েছে কিনা জানতে, কুমিল্লায় শনিবার (১৬ অক্টোবর) ৪২৫টি নমুনার ফল আসে। এদিন কেউ আক্রান্ত হননি।
তিনি জানান, প্রায় দেড় বছর পর কুমিল্লায় আক্রান্তের হার শূন্যতে নেমে এসেছে। আক্রান্তের হার শূন্য হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকিমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত এক লাখ ৮১ হাজার ৫৮১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার নয়জন। শনিবার সুস্থ হয়েছেন ২৩জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৪জন।
সরকারি হিসাবে এপর্যন্ত কুমিল্লায় করোনায় মারা গেছেন ৯৪৯জন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এসআইএস