ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেট দলের সদস্যরা পুরোপুরি সুস্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেট দলের সদস্যরা পুরোপুরি সুস্থ

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তরা পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম।

রোববার (১৯ ডিসেম্বর) অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি আরও বলেন, শিগগিরই তারা বাড়ি ফিরতে পারবেন।

গত ১১ ডিসেম্বর নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। পরে ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্য করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হন। তাদের প্রথমে সোনারগাঁও হোটেলে রাখার পর তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

দেশে করোনার সংক্রমণের হার কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল বলেন, বিদ্যুৎগতিতে ইউরোপে ওমিক্রন ছড়াচ্ছে। আমাদের সবার নজর ওমিক্রনের দিকে। যদি আমাদের প্রস্ততি ভালো থাকে, তবে ওমিক্রন মোকাবিলা করা সম্ভব।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।