ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামেকের করোনা ইউনিটে বৃদ্ধার মৃত্যু, বাড়ছে সংক্রমণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
রামেকের করোনা ইউনিটে বৃদ্ধার মৃত্যু, বাড়ছে সংক্রমণ ...

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি করোনা উপসর্গে ভুগছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ জানুয়ারি) ভোর রাতে তার মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে এক ষাটোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার অধিবাসী। মৃত্যুর পর স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৪ শয্যার বিপরীতে শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ৩১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নওগাঁর তিন জন, নাটোরের তিন জন এবং পাবনার তিন জন রোগী রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১১ জন। আর করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। বাকি ৭ জনের শরীরে এখনও করোনা শনাক্ত হয়নি।
 
তবে রাজশাহীতে মৃত্যুর চেয়ে বর্তমানে করোনার সংক্রমণ বেশি। শুক্রবার (১৪ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ১৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই রাজশাহী অধিবাসী। পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১২ শতাংশে দাঁড়িয়েছে। গেল সপ্তাহেও তা ৬ শতাংশের নীচে ছিল। ফলে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।