ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে বুস্টার ডোজ পেলেন ১০৩৭০৭১ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
দেশে বুস্টার ডোজ পেলেন ১০৩৭০৭১ জন

ঢাকা: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার (২২ জানুয়ারি) পর্যন্ত ১০ লাখ ৩৭ হাজার ৭১ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।

শনিবার ( ২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন মোট ৭৮ হাজার ৫১৯ জনকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৩৩৫ জন এবং নারী ২৮ হাজার ১৮৪ জন রয়েছেন। এর আগে, গত দিন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট নয় লাখ ৫৮ হাজার ৫৫২ জনকে। ফলে এ যাবত মোট  ১০ লাখ ৩৭ হাজার ৭১ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।

এছাড়াও এদিন দেশব্যাপী নয় লাখ ৭৭ হাজার ২৫৯ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন নয় কোটি ৩৪ লাখ তিন হাজার ৪৯২ জন।

একই সঙ্গে এদিন তিন লাখ ৬৭ হাজার ৫৯৯ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। এযাবত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৮৫৮ জন।

বর্তমানে দেশে এস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।