ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ন্যাশনাল এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড পেল হেলথ রিপোর্টার্স ফোরাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
ন্যাশনাল এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড পেল হেলথ রিপোর্টার্স ফোরাম

ঢাকা: অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ন্যাশনাল এনসিডি (নন কমিউনিক্যাবল ডিজিজ) মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংগঠনের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক হাসান সোহেলের হাতে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি এ সম্মাননা তুলে দেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে। ২৬ জানুয়ারি শুরু হওয়া তিনদিন ব্যাপী প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুক্রবার রাতে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, আইসিডিডিআরবি,র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, নাশ্যনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনিস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম এ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপক ডা. জিয়াউল মতিন প্রমুখ। সমাপনি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইএএসডির উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী ঢাকা ডিক্লারেশন করেন।

আগামী বছরের ১ থেকে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় অসংক্রামক রোগ প্রতিরোধ সম্মেলনের সময় নির্ধারণ করে ঢাকা ডিক্লারেশন ঘোষনা করা হয়।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।