ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে ফের মৃত্যু, শনাক্ত ৫১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
না.গঞ্জে ফের মৃত্যু, শনাক্ত ৫১ ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে একজনের।

আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৪.৩৭।

শনিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান।

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৫ জন, আড়াইহাজারে তিন জন, বন্দরে চার, রূপগঞ্জে একজন, সদরে ১২ এবং সোনারগাঁয়ে ছয় জন করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৮৪ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২৮ জন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।