ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মমেকে আরও তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
মমেকে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় ও দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

মৃতরা হলেন- নেত্রকোনা সদরের আকবর আলী (৭৯), জামালপুর সদরের বাজন আলী (৭৫, ও নাছিমা (৩৬)।  

ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৬৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ২৮ জন করোনা পজেটিভ। এছাড়াও হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ছয় জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।  

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ১৫২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা শনাক্ত হয়েছেন।  

বাংলা‌দেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।