ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাংলানিউজের আয়োজনে আকুথেরাপিস্টদের কর্মশালা শনিবার

তানিয়া আফরিন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০১২
বাংলানিউজের আয়োজনে আকুথেরাপিস্টদের কর্মশালা শনিবার

ঢাকা : বিশিষ্ট আকুথেরাপিস্টদের নিয়ে দেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর স্বাস্থ্য বিভাগ শনিবার সকালে আয়োজন করছে একটি কর্মশালা।

ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মশালা চলবে।

কর্মশালার প্রথমে ওষুধের বিকল্প এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনার পর সারা দেশ থেকে বাংলানিউজের পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর পর্ব চলবে।

কর্মশালায় দেশের তিনজন বিশিষ্ট আকুথেরাপিস্ট উপস্থিত থাকবেন। এই কর্মশালায় ওষুধের বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন আকুথেরাপিস্ট আলাউদ্দিন বিশ্বাস, রুহুল আমীন এবং সিরাজুল মুনীর।

উল্লেখ্য, ‘আকিউপ্রেশার’ মানবদেহের রোগ নিরাময়ে শরীরকে সাহায্য করে এবং সরল অঙ্গ প্রতঙ্গ ও ‘এন্ডোক্রিন’ গ্লান্ডগুলিকে (অন্তঃস্রাবী অনালগ্রন্থি) যথাযথ সক্রিয় রাখে। যার ফলে আমরা নিখুঁত স্বাস্থ্যের অধিকারী হই। বর্তমানে এই চিকিৎসা পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশ সময় : ১০৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।