ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সব রোগীকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে হবে: ডা. শারফুদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
সব রোগীকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে হবে: ডা. শারফুদ্দিন শ্রদ্ধা নিবেদন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, সব রোগীকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে হবে।  

শনিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে জাতির পিতা কর্তৃক ‘রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্বোধনের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ কথা জানান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় চিকিৎসক, নার্সরা পড়াশোনা করে বর্তমানে এ অবস্থানে এসেছেন। তাই রোগীরা যখন আপনাদের কাছে সেবা নিতে আসে তখন সবাইকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইপিজিএমআরে রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনকালে বলেছিলেন, চিকিৎসকদের শুধু শার্ট প্যান্ট পরা রোগীদের সেবা দিলেই হবে না। লুঙ্গি পরা রোগীদেরও সেবা দিতে হবে। যার পোশাক নাই তাদেরও চিকিৎসা দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম ওল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত পাল।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইপিজিএমআরে ১৯৭২ সালে ৮ অক্টোবর প্রথম রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন বঙ্গবন্ধু।  

এটিই ছিল স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।