ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ভারত

ত্রিপুরার জেল থেকে পালিয়েছে জঙ্গি সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ১৪, ২০২৪
ত্রিপুরার জেল থেকে পালিয়েছে জঙ্গি সদস্য

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার কেন্দ্রীয় সংশোধনাগারে নজরদারিতে থাকা নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে পালিয়ে গেছেন এক জঙ্গি সদস্য।

মঙ্গলবার (১৪ মে) সিপাহীজলা জেলার বিশালগড়ে অবস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির এক সদস্য স্বর্ণ কুমার পালিয়ে যান।

ঘটনার পরপরই দৌড়ঝাঁপ শুরু হয় সংশোধনাগারে। ছুটে আসেন সিপাহীজলা জেলার জেলা শাসক, পুলিশ সুপারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

চাঞ্চল্যকর এ ঘটনার তথ্য চেপে যাওয়ার চেষ্টা করেন জেলের একাংশ কর্মকর্তারা। জেল থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার খবর শুনে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে একাংশ নিরাপত্তাকর্মী সাংবাদিকদের জেলের বাইরের ছবি তুলতে বাধা দেন। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে জেল কর্তৃপক্ষ। তবে রাজ্যজুড়ে তল্লাশি শুরু হয়েছে বলেও সূত্রে জানা গেছে।

নিষিদ্ধ জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরা এর আগেও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এবং ২০২২ সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে পালিয়ে ছিল।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।