ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ভারত

তিস্তা নদীতে আবার ব্যাপক মাছের মৃত্যু, স্থানীয়দের অভিযোগ বিষক্রিয়া!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
তিস্তা নদীতে আবার ব্যাপক মাছের মৃত্যু, স্থানীয়দের অভিযোগ বিষক্রিয়া!

কলকাতা: সাতসকালে তিস্তায় ভেসে উঠেছে মৃত মাছ। আবার অনেক মাছই শেষ নিশ্বাস ছাড়ার আগে পানিতে খাবি খাচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এমন দৃশ্য দেখা গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সারদা পল্লী জুবলি পার্ক এলাকায়। যা দেখতে ভীড় জমিয়েছেন স্থানীয়রা।

তাদের ধারণা, তিস্তার পানিতে ফের কোনওভাবে বিষক্রিয়া হয়েছে। বা কেউ বিষ প্রয়োগ করেছে। তবে এই নিয়ে প্রশাসনিক স্তরে এখনও কেউ মুখ খোলেনি।

এর আগে, ঠিক ওই অঞ্চলে এমন ঘটনা দেখা গিয়েছিল ২০২৩ সালে। তখনও ভেসে উঠেছিল মৃত মাছ। সেবার সিকিমের প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাহাড় থেকে তিস্তার পানিতে ভেসে এসেছিল সেনাবাহিনীর অস্ত্রসহ বিভিন্ন ধরনের সামগ্রী। ধারণা করা হয়েছিল, তাতেই রাসায়নিক বিক্রিয়ায় পানি দূষণ এবং তার জেরে এই মাছের মড়ক লেগেছিল।

কিন্তু এবার সেরকম কোনো পরিস্থিতি নেই। তাতেও মাছ ভেসে ওঠায় অস্বস্তি বাড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জুবিলি পার্কের বাসিন্দা চৈতন্য রায় বলেছেন, মাছ মারতেই নদীতে বিষ দিয়েছে। যার কারণে বড়ছোট বিভিন্ন ধরনের মাছ মরেছে। এবং অনেকই সেই মাছ খাওয়ার জন্য সংগ্রহ করছে।

আর এক বাসিন্দা গোবিন্দ রায়, মাছ ধরতে এসছেন। আগ্রহের স্বরে বলেছেন, সব মিলিয়ে দু'কেজির মতো মাছ ধরলাম। রিঠা বরোলি, খকসা ইত্যাদি ধরলাম। মনে হচ্ছে বিষাক্ত কিছু পড়েছে সেই কারণেই মাছগুলো ভেসে উঠছে। তারমত বহু স্থানীয়রা মাছ সংগ্রহ করছেন। কিন্তু এসব মাছ মানুষের জন্য কি নিরাপদ? এমন প্রশ্নও উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিষ প্রয়োগ নয়। রাসায়নিক কারণেও পানিতে কমে যায় অক্সিজেনের স্তর। তখনই মাছ ভেসে ওঠে। তবে কি কারণে পানির অক্সিজেন কমে গেল তাই নিয়েই ধোয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। আর এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

কলকাতার রাজ্য সরকারের মৎস্য দফতরের এক কর্তা জানাচ্ছেন, অক্সিজেনে মাত্রা অনেক কারণে নেমে যেতে পারে। নদীতে হঠাৎ যদি জলপ্রবাহ কমে যায়, তখন পচনশীল জৈব উপাদান জমে থাকে, তাতেও মাছের অক্সিজেন সংকট দেখা দিতে পারে। অথবা শীতের শেষে জলস্তরের পরিবর্তন বা হঠাৎ তাপমাত্রার ওঠানামায় মাছের ওপর প্রভাব ফেলতে পারে। অথবা কোনো বিশেষ ব্যাকটেরিয়া বা বিষাক্ত শৈবাল অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলেও মাছের মৃত্যু ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
ভিএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।