ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ভারত

রাজস্থানে স্কুল ভবন ধসে ৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুলাই ২৫, ২০২৫
রাজস্থানে স্কুল ভবন ধসে ৭ শিশু নিহত

রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুল ভবন ধসে ৭ শিশু মারা গেছে। গুরুতর আহত আরও ২ শিশুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) মানোহার থানার পিপলোদি সরকারি স্কুলের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। ঘটনার সময় স্কুলে প্রায় ৬০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মী উপস্থিত ছিল বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়রা জানান, বিদ্যালয় ভবনটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এই বিষয়ে একাধিকবার অভিযোগও জানানো হয়েছিল। বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে।

রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুনাল বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, মৃতের সংখ্যা ৭। সব শিশুর বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে। আহত দুই শিশুকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে ছাদটি হঠাৎ করে ভেঙে পড়ে। ভবন ধসের শব্দে চারদিক কেঁপে ওঠে, এরপর ধুলোর ঘূর্ণি আর চিৎকারে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

হতাহতের এ ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: এনডিটিভি

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।