ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলা পুরনিগমে স্মার্টসিটি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আগরতলা পুরনিগমে স্মার্টসিটি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: স্মার্টসিটি সংক্রান্ত এক বৈঠক আগরতলা পুরনিগমে অনুষ্ঠিত হয়েছে। ভারত সরকার দেশের ১০০টি বড় শহরকে স্মার্টসিটি করার পরিকল্পনা নিয়েছে।

এর মধ্যে রয়েছে আগরতলা শহরের নাম।

আগরতলা শহরের মাস্টার প্ল্যান তৈরির জন্য বুধবার (৩০ মার্চ) পুরনিগমে এ বৈঠকের আয়োজন করা হয়।

দুপুরে কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, কমিশনার মিলিন্দ রামটেক, সব মেয়র-ইন-কাউন্সিলররা।

মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা জানান, মাস্টার প্ল্যানের প্রাথমিক বিষয় ঠিক করতেই এদিনের বৈঠক।

স্মার্টসিটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, পরিশোধিত পানীয় জলের সুবন্দোবস্ত, বিজ্ঞানসম্মত পয়ঃপ্রণালী, নগরবাসীর জন্য পর্যাপ্ত বাসস্থান ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।