ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বাংলা কথাসাহিত্যের দেড়শো বছর পূর্তিতে ত্রিপুরায় সভা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
বাংলা কথাসাহিত্যের দেড়শো বছর পূর্তিতে ত্রিপুরায় সভা ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বাংলা কথাসাহিত্যের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার ধলাই জেলায় শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা সভা।

মঙ্গলবার (৫ এপ্রিল) জেলার কমলপুর সরকারি কলেজে আয়োজিত দুই দিনব্যাপী এ আলোচনা সভার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর।



সভায় উপস্থিত ছিলেন- ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. ইয়াসমিন আরা লেখা, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক কিন্নর রায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক বরুণ চক্রবর্তী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব চক্রবর্তীসহ দেশ-বিদেশে প্রতিনিধিরা।

ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দফতরের আর্থিক সহযোগিতা আয়োজিত সভায় বক্তারা বাংলা কথাসাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
ওএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।