ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

অলিম্পিক জিমন্যাস্টিকে ত্রিপুরার বাঙালি কন্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
অলিম্পিক জিমন্যাস্টিকে ত্রিপুরার বাঙালি কন্যা

কলকাতা: ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার প্রথম ভারতীয় নারী জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে খেলার ছাড়পত্র পেলেন।

 

শুধু প্রথম ভারতীয় নারী জিমন্যাস্ট হিসেবেই নয়, প্রথম বাঙালি জিমন্যাস্ট হিসেবেও অলিম্পিকের জিমন্যাস্ট মঞ্চে পা দিতে চলেছেন দীপা।


 
১৯৯৩ সালের ৯ আগস্ট আগরতলায় জন্ম দীপার। রিও অলিম্পিকের মঞ্চে দীপা বিশ্ব জিমন্যাস্টিকের সেরা দেশগুলির সঙ্গে বাঙালি হিসেবে লড়বেন।

কলকাতার জিমন্যাস্টিক মহল সূত্রে জানা যায়, ২০০৭ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জুনিয়র জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় প্রথম গোটা ভারতের জিমন্যাস্টিক মহলের নজরে আসেন দীপা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।