ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ফিরলেন জিমন্যাস্টিক আইকন দীপা কর্মকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
ত্রিপুরায় ফিরলেন জিমন্যাস্টিক আইকন দীপা কর্মকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: স্বপ্নপূরণ করে নিজ রাজ্য ত্রিপুরায় ফিরলেন জিমন্যাস্টিকের ভারতীয় আইকন দীপা কর্মকার।

শুক্রবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দিল্লি থেকে একটি ফ্লাইটে আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছান দীপা।

বিমানবন্দরে দীপা ও তার কোচ বিশ্বেশর নন্দীকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানান ভক্ত ওপরিবারের সদস্যরা।

বিমানবন্দর থেকে বাড়িতে এলে দীপার মা তাদের মিষ্টি মুখ করান। এসময় দীপা সাংবাদিকদের জানান, রিও অলিম্পিক জয়ই তার প্রধান লক্ষ্য। এই সাফল্যের সব কৃতিত্ব তার কোচের।
তবে দীপার প্রশিক্ষণের কথা মাথায় রেখে ত্রিপুরা সরকারের পক্ষে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আরবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।