ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টি ভাইফেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আগরতলা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টি ভাইফেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টি ভাইফেই।

দীপক গুপ্তা’র বদলির পরিপ্রেক্ষিতেই সোমবার (১৬ মে) তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় রাজ্যপাল তথাগত রায় তাকে শপথবাক্য পাঠ করান।

রাজ ভবনের দরবার হলে আয়োজিত এ শপথবাক্য পাঠ অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ, পরিবহন মন্ত্রী মানিক দে, কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাসহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ১৬, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।