ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপ ইস্যুতে বিজেপির পাশে দাঁড়াল কংগ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপ ইস্যুতে বিজেপির পাশে দাঁড়াল কংগ্রেস

কলকাতাঃ সাধারণভাবে ভারতের রাজনীতিতে চালু শাসক-বিরোধী সংঘাত থেকে সরে এসে নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপ (এনএসজি) ইস্যুতে সরকারের পাশে দাঁড়াল জাতীয় কংগ্রেস।

সরাসরি ঘোষণা দিয়ে না জানালেও কংগ্রেসের প্রথম সারির নেতা এবং ভারতের সাবেক বিদেশ মন্ত্রী সলমান খুরশিদ বৃহস্পতিবার (২৩ জুন) মন্তব্য করেছেন, ভারতের এনএসজিতে সদস্যপদ লাভ করা উচিত।

বৃহস্পতিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতি জি জিনপিং-এর সাথে বৈঠকে বসবেন। মনে করা হচ্ছে, এই বৈঠকে ভারতের তরফে চীনের সমর্থন আদায়ের চেষ্টা করা হবে, সেই সময়ে বিরোধী দলের প্রথম সারির নেতার এই মন্তব্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

এনএসজি ইস্যুতে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে চীন। তার মধ্যে ম‍ূল প্রশ্ন ভারতের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই না করেই এনএসজি-তে যোগদানের সুযোগ নিয়ে। মনে করা হচ্ছে, কংগ্রেসের পাশে আসায় এনএসজিতে ভারতের সদস্য পদ লাভের  চেষ্টা আরও জোরদার হবে।

অন্যদিকে ভারত এনএসজিতে সদস্য পদ লাভ করলে এশিয়ায় পরমাণু অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা শুরু হবে বলে অভিযোগ করেছে পাকিস্তান। তারাও এনএসজি সদস্যপদের জন্য আবেদন করেছে। এখন দেখার বিষয়, এলিট গোষ্ঠীর বৈঠকে ভারত বিষয়টিকে কিভাবে সামাল দেয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ভিএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।