ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতা থেকে সুন্দরবন ছুঁয়ে ঢাকা শুধু সময়ের অপেক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
কলকাতা থেকে সুন্দরবন ছুঁয়ে ঢাকা শুধু সময়ের অপেক্ষা

কলকাতা: কলকাতা-ঢাকা ক্রুজ সার্ভিস চলাচলের জন্য চুক্তি সম্পাদিত হতে চলেছে ভারত-বাংলাদেশ সরকারের মধ্যে। সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের খবরকে সমর্থন জানাচ্ছে ভারতের অন্তর্দেশীয় জলপথ পরিবহন নিগম-এর অধিকর্তা অরবিন্দ কুমারের বক্তব্য।

অরবিন্দ কুমার বলেছেন, জলপথে পর্যটকদের ভ্রমণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে। বাংলাদেশের তরফে বাংলাদেশ অভ্যন্তরীণ জলপথ পরিবহন নিগম ও ভারতের পক্ষে অন্তর্দেশীয় জলপথ পরিবহন নিগম গোটা বিষয়টি দেখাশোনা করবে।

তবে অরবিন্দ কুমার শুধুমাত্র পণ্য পরিবহনের ভেসেলের কথাই বলেছেন। তবে সূত্রের খবর, চালু হবে বিলাসবহুল প্রমোদ তরী বা ক্রুজ। ১৪ দিনের ভ্রমণ প্যাকেজে কলকাতা সংলগ্ন দীয়া, চন্দননগর, হুগলী, ব্যান্ডেল সহ একাধিক দ্রষ্টব্য স্থানে ঘুরিয়ে দেখানোর সঙ্গে দেখানো হবে সুন্দরবনের বিভিন্ন অংশ।

আরও জানা যাচ্ছে বাংলাদেশে প্রবেশের পর সেখানকার বেশ কিছু জায়গায় পর্যটকদের ঘুরিয়ে দেখাবে এই বিলাস বহুল প্রমোদতরী। এই প্রমোদতরীর ভেতরেই থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান,গান,নাচ,ম্যাজিক, অভিনয় আর সঙ্গে পাঁচ তারকা হোটেলের মানের ভুড়িভোজ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৩ জুন , ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।