ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রোজার শেষে ত্রিপুরার বাজারে কেনাকাটার ধুম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
রোজার শেষে ত্রিপুরার বাজারে কেনাকাটার ধুম

আগরতলা: এক মাস রোজার শেষে বৃহস্পতিবার (০৭ জুলাই) উদযাপিত হবে খুশির ঈদ-উল-ফিতর। বিভিন্ন জায়গার মতো ত্রিপুরা রাজ্যেও ঈদকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

রাজ্যের বাজারে বাজারে উপচে পড়া ভিড়। বৃষ্টির ঘনঘটা উপেক্ষা করে নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন বাজারে। তবে খুশির ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজ্যের সব চেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে সোনামুড়া বাজারে।

বুধবার (০৬ জুলাই) ঈদ-উল-ফিতরের শেষ দিনের বাজারে দেখা গেলো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাজার করতে ব্যস্ততা। মূলত জামা-কাপড়, প্রসাধনী ও খাবারের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায় বেশি।

সোনামুড়া বাজারের এক কাপড় ব্যবসায়ী দোলাল দাস বাংলানিউজকে জানান, এবার ঈদকে কেন্দ্র করে ব্যবসা ভালো হয়েছে।

এ বছর একদিনে সব চেয়ে বেশি ৪০ হাজার রুপির কাপড় বিক্রি করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।