ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

প্রণব মুখার্জিকে পশ্চিমবঙ্গ সরকারের সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
প্রণব মুখার্জিকে পশ্চিমবঙ্গ সরকারের সংবর্ধনা

কলকাতা: ভারতের রাজনীতি বিশেষ অবদানের জন্য দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সংবর্ধনা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মঙ্গলবার (১২ জুলাই) দার্জিলিংয়ের ম্যালেতে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংবর্ধনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী, পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এই প্রথম ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সংবর্ধনা দিলো পশ্চিমবঙ্গ সরকার। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন তার পুত্র ও কন্যা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ দিন ভারতের রাজনীতিতে প্রণব মুখার্জির অবদানের কথা তুলে ধরেন। রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ভারত ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রপতির অবদানের কথা স্মরণ করেন।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাষ্ট্রপতির হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ভিএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।