ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় জঙ্গি সন্দেহে আটক ১০

সুদীপ চন্দ্র নাথ, আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
ত্রিপুরায় জঙ্গি সন্দেহে আটক ১০

আগরতলা: ত্রিপুরায় জঙ্গি সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে একাধিক বাংলাদেশি সিমকার্ড ও মোবাইল ফোনসহ কয়েকটি আপত্তিকর সামগ্রী জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া এলাকা থেকে তাদের আটক করে যাত্রাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ওই ব্যক্তিরা সন্দেহজনকভাবে এলাকায় চলাফেরা করছিলেন। স্থানীয়দের নজরে এলে এ বিষয়ে তারা পুলিশকে জানান।  

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কয়েকজনের বাড়ি বাংলাদেশে ও কয়েকজন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তারা পুলিশকে এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও জানা গেছে।  

পুলিশের সন্দেহ, আটককৃত ১০ জনই আইএস সদস্য হতে পারেন। কোনো নাশকতা বা আত্মগোপনের জন্য এখানে এসেছিলেন তারা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (২০ জুলাই) সোনামুড়া গেছেন ত্রিপুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।