ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ২ বাংলাদেশি আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, আগস্ট ২৯, ২০১৬
ত্রিপুরায় ২ বাংলাদেশি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘর থানা এলাকা থেকে প্রায় দু’লাখ বাংলাদেশি টাকাসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মেলাঘর মোটরস্ট্যান্ড এলাকার একটি মিষ্টির দোকান থেকে তাদের আটক করে মেলাঘর থানার পুলিশ।

তাদের কাছ থেকে বাংলাদেশের ১ লাখ ৯৯ হাজার ২শ বাংলাদেশি টাকা এবং কিছু কবিরাজি ওষুধ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন জানান, তাদের নাম আশু শেখ ও মোহাম্মদ রেজোয়ান। তাদের বাড়ি বাংলাদেশের সাভার এলাকায়।
পুলিশ জানার চেষ্টা করছে কি উদ্দেশে এতো বাংলাদেশি টাকা নিয়ে তারা ভারতে এলো। আটকদের এদিনই সোনামুড়া মহকুমা আদালতে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এএ  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।