ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতা মেট্রো এবার সংগীতময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
কলকাতা মেট্রো এবার সংগীতময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখে কলকাতা মেট্রোতে যুক্ত হলো নতুন পরিষেবা। একঘেঁয়ে যাত্রা থেকে মুক্তি দিতে মেট্রোতে গানের সুর বাজানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মেট্রো রেল কর্তৃপক্ষ।



কলকাতা মেট্রোতে প্রতিটি স্টেশনের আগে কামরার ভিতরে স্টেশনটির নাম ভেসে আসে। সেই স্পিকার ব্যবহার করেই প্রতিটি ট্রেনের মধ্যে বাজানো হচ্ছে বিভিন্ন গানের সুর। মূলত পুরনো দিনের বিখ্যাত হিন্দি গানগুলির সুরই বেছে নেওয়া হয়েছে।

ট্রেন ছাড়লেই বেজে উঠছে গানের সুরগুলি। এক একটি স্টেশনের মাঝে বাজছে একেকটি গানের সুর। নতুন এ সংযোজনে বেশ খুশি যাত্রীরা। এর আগেই বেশ কয়েকটি মেট্রো স্টেশনে চালু হয়েছে ওইয়াইফাই পরিষেবা। সঙ্গীতের সুর বাড়তি পাওনা বলে মনে করছেন তারা।
 
মেট্রো রেলের নিত্যযাত্রী অনিমেষ মজুমদার বাংলানিউজকে বলেন, এই পরিষেবা পেয়ে প্রথমে বেশ অবাকই হয়েছিলাম। বেশিক্ষণ যাত্রার ক্ষেত্রে একঘেঁয়েমি থেকে মুক্তি দিয়েছে নতুন এ সংযোজন।
 
মেট্রো রেলের নিত্যযাত্রী নবারুণ শীল বলেন, অফিসে যাওয়ার পথে গানের সুরগুলি মনে একটা খুশির ভাব আনছে। মেট্রো কর্তৃপক্ষের এ নতুন পরিষেবাকে স্বাগত।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।