ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

তিপ্রাল্যান্ড রাজ্যের দাবিতে দিল্লি যাবে আইপিএফটি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
তিপ্রাল্যান্ড রাজ্যের দাবিতে দিল্লি যাবে আইপিএফটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা নিয়ে তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি) দলের আন্দোলন অব্যাহত।  

এ দাবিতে আইপিএফটি দলের এক প্রতিনিধি দল আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবে।



বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ কথা জানান দলের সভাপতি এন সি দেববর্মা। এজন্য ত্রিপুরা রাজ্য থেকে ছয়জনের এক প্রতিনিধি দল দিল্লি যাবে বলে জানান তিনি।

১৪ সেপ্টেম্বর রাজধানী আগরতলাসহ রাজ্যের প্রায় প্রতিটি মহকুমাতে এ দাবিতে একদিনের গণঅবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান এন সি দেববর্মা।

নভেম্বর মাসে দিল্লির যন্তর-মন্তরে ধর্না ও মিছিল করারও পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে তারিখ এখনো স্থির হয়নি বলেও জানান এ নেতা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।