ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ত্রিপুরায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা রাজ্যে পশ্চিম জেলা স্বাক্ষরতা সমিতির উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।

 

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

অনুষ্ঠানে মানিক সরকার বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে স্বাক্ষর হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গত এক বছরে ত্রিপুরা রাজ্যে স্বাক্ষরতার হার আরও এক শতাংশ বেড়েছে। এখন ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য স্বাক্ষরতায় এক নম্বর স্থানে রয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, অর্থমন্ত্রী ভানু লাল সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং প্রমুখ।

এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আগরতলা ছাড়াও রাজ্যের প্রতিটি মহকুমাতেই আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।