ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত দেশ ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
ভারতকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত দেশ ঘোষণা

আগরতলা: ভারতকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচ৫এন১) মুক্ত দেশ ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয়ের পশুপালন, দুগ্ধ উৎপাদন ও মৎস্য চাষ বিষয়ক দফতর।

তবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছে।



বিশেষত দেশের সীমান্তবর্তী অঞ্চলসহ যেসব জায়গায় পরিযায়ী পাখির সংখ্যা বেশি, সেসব জায়গায়গুলো বিশেষ নজরদারির আওতায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

সব শেষ এ বছরের মে মাসে কর্নাটক রাজ্যের বিদার জেলার হামনাবাদে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রামণ শনাক্ত করা হয়েছিলো। এরপর সংক্রামণের আর কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।