দিল্লি থেকে: সোমবার বরবাদ করে দিল দিনের শুরুটি। লালকেল্লা বা রেডফোর্ট নাকি বন্ধ।




কেল্লা থেকে কিলোমিটারখানেক এগোলেই বিখ্যাত সেই মসজিদ। দিল্লি জামে মসজিদ। এ মসজিদটিও সেই মুঘল আমলের। ভারতবর্ষের স্থাপত্যকলায় মুঘলদের যে সৃজনশীল ভাবনার প্রতিফলন পাওয়া যায় তার আরও একটি উদাহরণ এ মসজিদ। এটা পুরনো দিল্লিতে অবস্থিত। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর ব্রিটিশরা মসজিদ দখল করে সৈন্যঘাঁটি বানায় বলে জানা যায় ইতিহাস থেকে। লাল বেলেপাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি এ মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারে প্রায় ২৫ হাজার মুসল্লি।


১৬৪৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন সম্রাট শাজাহান। লালকেল্লাও তার স্থাপনা। এই মিনারের চূড়া থেকে পাখির চোখে দেখা যায় লালকেল্লা। ভেতরে না ঢোকার আক্ষেপ কিছুটা হলেও দূর হলো এ মিনারে উঠে কেল্লা দেখে। ১৩৫ ফুট উঁচু মিনার থেকে দিল্লি সিটির অসাধারণ ল্যান্ডস্কেপে মুগ্ধ না হয়ে উপায় নেই। মিনারের চূড়ায় তিন-চারজন দাঁড়ানোর মতো জায়গা রয়েছে।


বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এইচএ/এএ
** সান্ধ্য আলোয় যুদ্ধস্মৃতির ইন্ডিয়া গেট
** জাদুটানা দিল্লি জাদুঘর
** বাংলা উচ্চারণেই মুগ্ধতা ছড়ালেন রাষ্ট্রপতি প্রণব
** বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রণব মুখার্জির
** হিমালয় দেখতে দেখতে সোয়া ২ ঘণ্টায় দিল্লি!
** ভারতে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেশন টিম
** ভারত যাচ্ছে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেশন টিম