ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন

কলকাতা: পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মদিন। দিনটিকে ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে। 

পশ্চিমবঙ্গের বেলুর রামকৃষ্ণ মিশনে এ উপলক্ষে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জি পরমেশ্বর।
 
এছাড়াও পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশনের প্রতিটি শাখা, বিভিন্ন ক্লাব, বিদ্যালয় এবং সামাজিক প্রতিষ্ঠানে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে।


 
এ উপলক্ষে বেলুর রামকৃষ্ণ মিশন থেকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আয়োজন করা হয়েছে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান।
 
দিনটি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। এছাড়া দিনভর বিভিন্ন জায়গায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।