ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, মার্চ ২০, ২০১৭
পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আশঙ্কা পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আশঙ্কা-ছবি-বাংলানিউজ

কলকাতা: বৈশাখের আগেই কালবৈশাখীর আশঙ্কায় রয়েছেন কলকাতাবাসী। 

পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অবস্থান করায় সোমবার (২০ এপ্রিল) ঝড়োবৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


 
গত দু’দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টির প্রভাব আরও ২৪ ঘণ্টা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে গেছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশের ওপরে রয়েছে।
 
দফায় দফায় বৃষ্টিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি নেমে গেছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসএস/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।