ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ভারত

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৪, মার্চ ৩০, ২০১৭
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

কলকাতা: কলকাতার হো চি মিন সরণির ‘গোল্ডেন পার্ক’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে হোটেলের একতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
 
ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে একজন গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে হোটেল থেকে লাফিয়ে পড়েন। এতে কয়েকজন আহতের ঘটনা ঘটেছে।  

এদিকে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক ছিল কি-না সে বিষয়টিও তদন্তে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।