ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ভারত

‘বন্ধন’ উদ্বোধন হলেই বর্ডার চেকিংয়ের ঝক্কি শেষ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, নভেম্বর ৭, ২০১৭
‘বন্ধন’ উদ্বোধন হলেই বর্ডার চেকিংয়ের ঝক্কি শেষ! ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের

কলকাতা: ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের বর্ডারে ইমিগ্রেশন ও কাস্টমস চেকিং করানোর ঝক্কি শেষ হতে চলেছে। অর্থাৎ দর্শনা ও গেদে সীমান্তে ইমিগ্রেশন ও কাস্টমস চেকিং আর করতে হবে না।

ইস্টার্ন রেলওয়ের সূত্রে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কলকাতা (চিৎপুর) স্টেশনে ট্রেন ছাড়ার আগেই সব চেকিং ও ইমিগ্রেশন সেরে ফেলা হবে।

তবে এর জন্য ট্রেন ছাড়ার অন্তত দুঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে।

ঢাকা থেকে রওনা দেওয়া আন্তর্জাতিক যাত্রীরাও একই সুবিধা পাবেন। এটি কার্যকর হতে চলেছে ১০ নভেম্বর থেকে।

অন্যদিকে খুলনা-কলকাতা দ্বিতীয় মৈত্রী ট্রেন “বন্ধন এক্সপ্রেসে”র উদ্বোধন হতে চলেছে ৯ নভেম্বর। কলকাতা স্টেশন থেকে ভারতীয় সময় ১০টা ১৫ মিনিটে দুই দেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স সহযোগে পতাকা নাড়িয়ে যাত্রার শুভ সূচনা করবেন।

এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মালা সাহা(পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি অন রেলওয়ে), বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসান সহ রেলের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা,নভেম্বর ০৭, ২০১৭
ভিএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।