ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতার বড়বাজারের বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
কলকাতার বড়বাজারের বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড কলকাতার বড়বাজারের বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

কলকাতা: কলকাতার বড় বাজারের বাগরি মার্কেটে (এক অংশ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর ৩০ ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কেটটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার দিনগত রাতে মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের ঘিঞ্জি অঞ্চলে অবস্থিত বাগরি মার্কেটে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল সাড়ে ১০টায়ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বাগরি মার্কেট পরিদর্শন করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পুলিশ কমিশনারসহ একাধিক ঊধ্বর্তন কর্মকর্তারা।

কলকাতা মেয়র তথা পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বাংলানিউজকে জানান, বাগরি মার্কেট এলাকাটি প্রচণ্ড ঘিঞ্জি। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যাচ্ছে। তবে দমকল বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটিতে কয়েকশো কোটি রুপির মালামাল পুড়ে গেছে।  

উল্লেখ্য, মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটটি হলো কসমেটিকস, পারফিউম, ওষুধ, খেলনা ও জামা-কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার। এখান থেকে গোটা পশ্চিমবাংলাসহ বাংলাদেশের ব্যবসায়ীরা মালমাল আমদানি করেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর  ১৬, ২০১৮
ভিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।