ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতের নজরে আরো কয়েকজন বাংলাদেশি শিল্পী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
ভারতের নজরে আরো কয়েকজন বাংলাদেশি শিল্পী 

কলকাতা: অভিনয় করার ভিসা নিয়ে ভারতে গিয়ে রাজনৈতিক প্রচারে সম্পৃক্ত হয়ে পড়ায় নির্বাচন কমিশনের নজরে আরো কয়েকজন বাংলাদেশি শিল্পী।

ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে জটিলতার মুখে পড়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তাকে ভারত ছাড়তে নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বিদেশি নাগরিকরা কেন এমন কাজ করতে গেলো বা কার অঙ্গুলি হিলনে করেছে, বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রতিবেদন তলব করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে মডেল তথা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে বিজেপির তরফেই অভিযোগ করা হয়েছিলো। পশ্চিমবঙ্গের রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের সমর্থনে একটি রোড শো করেন ফেরদৌস। শুধু রোড শো নয়, তৃনমূল কংগ্রেসেকে 'ভোট দিন' জনসভায় তিনি আবেদনও করেন।

বিজেপির এ অভিযোগের পরেই, ভারতের নির্বাচনে বিদেশি নাগরিকদের প্রচার নিয়ে নড়েচড়ে বসে দেশটির বিদেশ মন্ত্রণালয়। বিষয়টি দেখছে বিদেশি আঞ্চলিক পঞ্জিকরণ দফতর (এফআরআরও)। জানা গেছে, রাজ্য জেলা সুপারদের কাছ থেকেও ব্যাখ্যা চাওয়া হবে।

অন্যদিকে এ বিষয়টিকে কেন্দ্র করে সরব হয়েছেন পশ্চিমবঙ্গসহ ভারতের কেন্দ্রীয় বিজেপি নেতারাও। এরইমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক চাপানউতোর।  

পশ্চিমবঙ্গের অতিরিক্ত নির্বাচন কমিশনার সঞ্জয় বসুর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা।

এর বিপক্ষে তৃণমূল নেতা মদন মিত্র মঙ্গলবার (১৬ এপ্রিল) বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমরা সাহায্য করেছিলাম। ফেরদৌসকে প্রচারে এনে আমরা ভুল কিছু করিনি। দেশবিরোধী, বেআইনি আচরণবিধি লঙ্ঘন করে কিছু করবে না তৃণমূল কংগ্রেস।  

তবে একাধিক বাংলাদেশি শিল্পিসহ তারকাদের দেখা গেছে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সঙ্গে। সূত্রের খবর, রাজ্যের শাসক দল বাংলাদেশি তারকাদের দিয়ে প্রচার, এমন একাধিক প্রচারের ভিডিও বিজেপির হাতে এসে পৌঁছেছে। সেগুলো তারা বুধবার (১৭ এপ্রিল) জমা দেবে নির্বাচন কমিশনের দফতরে। পরিস্থিতি কি হবে এখনই বলা যাচ্ছে না, তবে তাদের অবস্থাও ফেরদৌসের মতো হবে না তো!

আরও পড়ুন
** ‘কালো তালিকাভুক্ত’ ফেরদৌস, ছাড়তে বলা হলো ভারত
** তৃণমূলের ভোট প্রচারে ফেরদৌস, ভিসা বাতিল করলো ভারত​

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।