রোববার (১৯ মে) দুপুরে কলকাতার সাউথ সিটি আবাসনের বুথে ভোট দেন ঘাটাল আসনের তৃণমূল প্রার্থী টলিউডের নায়ক দেব। ভোট দিতে এসে দেব বলেন, প্রতিটি নাগরিকের ভোট দেওয়া অবশ্যই কর্তব্য।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেব বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে।
দিল্লিতে কোন দলের নেতৃত্বে সরকার গঠন হতে পারে জানতে চাইলে দেব বলেন, আর মাত্র কয়েকটা দিন, ২৩ মে’র পরেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।
কলকাতার কালীঘাটের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন টলিউডের আরেক নায়ক জিৎ।
এদিকে, বিভিন্ন বুথ ঘুরে ভোটগ্রহণ দেখেছেন বাংলাদেশের পর্যবেক্ষকরা। বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সিলর জামাল হোসেন কলকাতার বেশ কয়েকটি বুথ ঘুরে দেখেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে ভারতের নির্বাচন পদ্ধতির কিছু ভালো দিক যেমন কাজে লাগানো যায়, তেমনি বাংলাদেশের নির্বাচন পদ্ধতির কিছু ভালো দিক ভারতেও কাজে লাগানোর সুযোগ আছে। এর ফলে উভয় দেশ উপকৃত হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ১৯ মে, ২০১৯
এইচএ/