ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ‘গ্রিন জার্নালিস্ট’ স্বীকৃতি পেলেন বাংলানিউজের সুদীপ নাথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
ত্রিপুরায় ‘গ্রিন জার্নালিস্ট’ স্বীকৃতি পেলেন বাংলানিউজের সুদীপ নাথ বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সুদীপ চন্দ্র নাথ, ফাইল ফটো

ত্রিপুরা: ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের ২০২০ সালের গ্রিন জার্নালিস্ট সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সুদীপ চন্দ্র নাথ। দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ, বন, কৃষি ইত্যাদি বিষয়ে নিয়মিতভাবে সংবাদ পরিবেশন করার স্বীকৃতি হিসেবে সুদীপ নাথকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়োডাইভারসিটি বোর্ড।

বুধবার (০৭ অক্টোবর) বায়োডাইভারসিটি বোর্ড থেকে পাঠানো একটি চিঠিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় আগরতলা হেরিটেজ পার্কে এক অনুষ্ঠানে তাকে ‘গ্রিন জার্নালিস্ট’ সনদ তুলে দেওয়া হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের বনদপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়াসহ বনদপ্তর এবং বায়োডাইভারসিটি বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুদীপ নাথ বাংলানিউজে ত্রিপুরার সব ধরনের নিয়মিত খবরের পাশাপাশি দীর্ঘদিন কাজ করছেন অর্গ্যানিক উপায়ে ফসল ফলানো, চা, ত্রিপুরার আপেলসহ মাটিতে ফলন উপযোগী বিভিন্ন প্রজাতির ফল, ফুল প্রভৃতি নিয়ে। তার প্রতিবেদনে বিভিন্ন সময় উঠে এসেছে ত্রিপুরার কুইন আনারস, কফি চাষের সম্ভাবনা, পরিবেশের জন্য উপকারী বাঁশের বিস্কুট, বাঁশজাত পরিবেশবান্ধব বিভিন্ন প্রকার পণ্য, কচ্ছপ, বাইসনসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। যেসব প্রতিবেদন সরকারের বিভিন্ন মহলে নজর কেড়েছে। যেখানেই নতুন কিছুর সন্ধান সেখানেই ছুটে গেছেন সুদীপ। তার টানা এ পরিশ্রমের স্বীকৃতি সরকারের এ পুরস্কার।

>> সুদীপ নাথের কিছু নিউজের লিঙ্ক:
ত্রিপুরায় আনারস চাষের ক্লাইমেট রিজিলিয়েন্ট পদ্ধতি উদ্ভাবন
ত্রিপুরায় দুই যুবকের পুকুরে মুক্তা চাষ
ক্যানসার প্রতিরোধক ‘ননী ফলের’ বাণিজ্যিক চাষ সম্ভব
* ত্রিপুরায় বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষের আগ্রহ
বায়োফ্লক পদ্ধতিতে ত্রিপুরায় মাছ চাষের আগ্রহ বাড়ছে
'মেইক ইন ত্রিপুরা প্রকল্পে বাঁশকে গুরুত্ব দেওয়া হচ্ছে'
ভুট্টাকে দ্বিতীয় প্রধান ফসল হিসেবে তুলে আনার পরিকল্পনা

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর, ২০২০
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।