ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

কলকাতা: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার অক্সিজেন স্যাচুরেশন ৯০-এর নিচে নেমেছে গেছে, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা হচ্ছে।

তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বালিগঞ্জের বাড়িতেই তার চিকিৎসা চলছিল। তবে তিনি করোনা থেকে সুস্থও হয়ে উঠেছিলেন।

মঙ্গলবার (২৫ মে) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা।

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। তবে সাত দিনের জন্য বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ২৫, ২০২১
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।