ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

তিস্তায় পানি বাড়ছে, খোলা হয়েছে ব্যারেজের গেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ২৬, ২০২১
তিস্তায় পানি বাড়ছে, খোলা হয়েছে ব্যারেজের গেট

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ায় তিস্তার পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পানি জমেছে গজলডোবার তিস্তা ব্যারেজের লক গেটে।

এ কারণে বেশকিছু গেট খুলে দেওয়া হয়েছে। পানি আরও বাড়লে আরও কিছু গেট খুলে দেওয়া হবে।

শনিবার (২৬ জুন) এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে গজলডোবায়ও পানি বাড়ছে। কিছুদিন আগেও তিস্তার মাঝে চর দেখা যাচ্ছিল। হাঁটুও ভিজত না পানিতে।

তবে এখন পানিতে পরিপূর্ণ তিস্তা। পানির পরিমাণ বেড়ে যাওয়ায় শনিবার এলাকার মৎস্যজীবীরা মাছ ধরতে তিস্তায় নৌকা ভাসাতে পারেননি।

মৎস্যজীবীদের বক্তব্য, বৃষ্টি হয়েই চলেছে, তার উপর তিস্তায় পানি বেড়ে যাওয়ায় মাছ ধরা সম্ভব হচ্ছে না। যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে আরও বাড়বে তিস্তার পানি।

একদিকে করোনার জন্য রাজ্যে চলছে আংশিক লকডাউন, অন্যদিকে তিস্তায় পানি বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন এলাকার মৎস্যজীবীরা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২১
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।