ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মদবোঝাই ট্রাক উল্টে যেতেই ‘হরিলুট’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মে ১৩, ২০২২
মদবোঝাই ট্রাক উল্টে যেতেই ‘হরিলুট’!

ঢাকা: ভারতে একটি মদবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই রাস্তায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মদের বোতল। সেটি দেখে হামলে পড়েছিলেন উপস্থিত লোকজন।

যে যেভাবে পারছিলেন মদের বোতল লুট করছিলেন।

বুধবার (১১ মে) তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের ভিরাগানুর এলাকার মহাসড়কে এ ট্রাকটি উল্টে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মানালুরে একটি গুদাম থেকে মদ নিয়ে সেগুলো নির্ধারিত জায়গায় সরবরাহ করতে যাচ্ছিল ট্রাকটি। ভিরাগানুর এলাকায় মহাসড়কে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা মদের বাক্সগুলো রাস্তায় ছিটকে পড়ে। এটি দেখে পথচারীরা দাঁড়িয়ে পড়েন, ছুটে আসেন স্থানীয়রাও। কিন্তু উদ্ধার করা তো দূরে থাক, বোতল কে কতগুলো সংগ্রহ করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে প্রায় ১০ লাখ রুপির মদ ছিল বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, মে ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।