ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিভি-২০১২ লটারির অনলাইন আবেদন শুরু

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
ডিভি-২০১২ লটারির অনলাইন আবেদন শুরু

ডিভি-২০১২ (ডাইভারসিটি ভিসা) লটারির অনলাইন আবেদন শুরু হয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী ৫ অক্টোবর থেকে ডিভি-২০১২ লটারির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

মাসব্যাপী এ আবেদন প্রক্রিয়া আগামী ৩ নভেম্বর ১০ পর্যন্ত উন্মুক্ত থাকবে।

আগ্রহী আবেদনকারীরা www.dvlottery.state.gov এ ঠিকানায় প্রবেশ করে প্রদর্শিত নিয়মানুসারে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ‘ডিভিলটারি ডটস্টেট ডটগভ’ এ সাইট শুধু ইন্টারনেট এক্সপ্লোরার৬ বা তার চেয়ে নতুন সংস্করণের ব্রাউজার সমর্থন করবে।

ডিভি সূত্র জানিয়েছে, যেসব আবেদনকারী সঠিক মাপের ছবিসহ অনলাইন আবেদনটি পূরণ করতে পারবেন তারা লটারির বিবেচনায় প্রধান্য পাবেন। তাছাড়া আগে যাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা বা কাজ করার অভিজ্ঞতা আছে তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি।

এবারের আবেদনকারীদের মধ্যে বিজয়ীদের ফলাফল এ ওয়েবসাইটের মাধ্যমে ২০১১ সালের ১ মে থেকে জানা যাবে বলে ডিভি সূত্র জানিয়েছে। উল্লেখ্য, ডিভি লটারির মাধ্যমে পাওয়া ভিসার আওতায় এ পর্যন্ত ৩৯ হাজার বাংলাদেশি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।