ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে গিগাবাইটের এআই পরিচালিত ইন্টেল ১৪ জেনারেশন ল্যাপটপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
দেশে গিগাবাইটের এআই পরিচালিত ইন্টেল ১৪ জেনারেশন ল্যাপটপ

ঢাকা: গেমার এবং প্রযুক্তি ব্যবহারকারীদের কথা চিন্তা করে গিগাবাইট দেশের বাজারে পাঁচটি ল্যাপটপ নিয়ে এসেছে। যার মধ্যে বিশেষ দুইটি হচ্ছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এর ল্যাপটপ।

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় জানানো হয়, গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত ঔরুস গেমিং ১৬এক্স একেজি এবং ঔরুস গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুইটিতে আছে যথাক্রমে ইন্টেল ১৪ জেনারেশন কোর আই সেভেন প্রসেসর এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮ জিবি জিডিডিআর গ্রাফিক্স কার্ড ও জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮ জিবি জিডিডিআর ৬ গ্রাফিক্স কার্ড।

এছাড়া গিগাবাইট জি৫ এমএফ৫ এবং জি৫ কেএফ৫ নামে আরও দুইটি ১৩ জেনারেশন কোর আইন সেভেন প্রসেসরের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে।

অঅর ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট নিয়ে আসলো Aero 14 OLED মডেলের ল্যাপটপ, যা দেখতে খুবই আকর্ষণীয় ও উন্নতমানের।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড একমাত্র পরিবেশক হিসেবে দেশের বাজারে সকল অথরাইজড ডিলার পয়েন্টে ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য সরবরাহ করবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমআইএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।