ঢাকা: বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইস্পোর্টস কমিউনিটিকে আরও উজ্জীবিত ও সংগঠিত করার লক্ষ্যে ‘এয়ারটেল গেমিং এরেনা’ নামে একটি জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’ -এর সাথে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা করেছে ব্র্যান্ডটি।
সোমবার রাজধানীর রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ইস্পোর্টস এখন আর শুধু একটি শৌখিন ব্যাপার নয়, বরং বাংলাদেশের তরুণদের জন্য একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র হয়ে উঠেছে। এই সাংস্কৃতিক পরিবর্তনকে গুরুত্ব দিয়ে দেশের গেমিং জগতকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে এয়ারটেল। তরুণ প্রতিভাদের জন্য একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম হচ্ছে ‘এয়ারটেল গেমিং এরেনা’ যেখানে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবেন তরুণরা।
সংবাদ সম্মেলনে পাবজি মোবাইলের সঙ্গে এয়ারটেলের একটি কৌশলগত সমঝোতা স্মারক ঘোষণা করা হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা উপভোগ করবেন বিশেষ ইভেন্ট এবং অনন্য অভিজ্ঞতা, যা দেশের গেমিং ইকোসিস্টেমে এয়ারটেলের অবস্থানকে আরও দৃঢ় ও সুসংহত করবে।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এখনকার তরুণ সমাজের মধ্যে ইস্পোর্টস বেশ জনপ্রিয়। তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা গর্বিত। ”
সংবাদ সম্মেলনে এয়ারটেলের পূর্ববর্তী গেমিং উদ্যোগগুলোর সফলতার গল্প তুলে ধরা হয় যা গেমার এবং ডিজিটাল লাইফস্টাইলের প্রতি ব্র্যান্ডটির ধারাবাহিক সমর্থনের প্রতিফলন।
অনুষ্ঠানে হেড অব এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, এয়ারটেল'র ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার, জাইমা তাহসীন এবং ইস্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার, শেখ ফাত্তাহ আহমেদ উপস্থিত ছিলেন।
এনডি