ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিভিন্ন স্তরে ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা সামিটের

স্পেশাল করেষপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
বিভিন্ন স্তরে ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা সামিটের

ঢাকা: বিভিন্ন স্তরে ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা দিয়েছে সামিট কমিউনিকেশনস। ইন্টারনেট দামে ১০ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে ১৫-২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে অপারেটরটি।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সামিট কমিউনিকেশনস জানায়, আমরা প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দূরদর্শী উদ্যোগ তার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামিট কমিউনিকেশনস সব সময়ই বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের প্রতি সহায়ক ভূমিকা পালন করে এসেছে। আমরা প্রতিযোগিতামূলক মূল্যের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে সর্বোত্তম মানের সেবা দিয়ে থাকি। আমাদের নেটওয়ার্কের সার্ভিস পয়েন্টগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি সময় সেবা নিশ্চিত করা হয়েছে। ইন্টারনেটের গুণগতমান বাড়ানোর লক্ষ্যে সরকার ঘোষিত প্রতিটি উদ্যোগে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

গত ১৭ এপ্রিল বিটিআরসিতে টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক ৫০০ টাকায় ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেন।

বিষয়টি উল্লেখ করে সামিটের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আইএসপি ইন্ডাস্ট্রির ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এই সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী দামে সরবরাহে সহায়তা করতে সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা কমিটি ইন্টারনেটের দামে ১০ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে ১৫-২০ শতাংশ ছাড়ের ঘোষণা করতে পেরে আনন্দিত।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।