ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যান্ডউইথ রপ্তানি বিষয়ে সংসদীয় কমিটির বৈঠক বসছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

ব্যান্ডউইথ রপ্তানি এবং দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের কৌশলগত দিক নিয়ে ৪ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় কমিটি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) শীর্ষ কর্মকর্তারা গুরত্বপূর্ণ বৈঠকে বসছেন। বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



প্রকৌশলী মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সংসদীয় কমিটির সঙ্গে এ বৈঠকে ব্যান্ডউইথ রপ্তানির বিষয়ে কৌশলগত আলোচনা এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এ বৈঠকে সভাপতিত্ব করবেন বলে বিএসসিসিএল সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২২, নভেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।