এবার স্মার্টফোনের বাজারে আসছে মটোরোলা, অ্যান্ড্রুয়েডের সবশেষ ‘কি লাইম পাই’ যোগে পণ্যটি বর্তমান বাজারের সেরা পণ্যগুলোর সমতুল্য।
সুত্র মতে, মটোরোলা বর্তমানে নিজস্ব ব্র্যান্ডের নতুন স্মার্টফোনের কাজ করছে।
এ বছরের মে মাসের যে কোনো সময়ে দেখা দিতে পারে মটোরোলার প্রথম স্মার্টফোন। ৫ ইঞ্চির পর্দা থাকবে পণ্যটির যা গুজবিত আইফোন ৫এস‘র ডিসপ্লের অনুরুপ। আলোচনাকারীরা প্রত্যাশা করছে স্যামসাং এর গ্যালাক্সি থ্রি থেকেও আরো সুসংহত হবে মটোরোলা স্মার্টফোন ।
উল্লেখ্য, এ মুহূর্তে পণ্যটির কারিগরী বৈশিষ্ট্য সম্পর্কে যেমন কোনো তথ্য নেই তেমনি প্রকাশের বিষয়েও কোনো তথ্য নেই।
বিশেষজ্ঞরা বলছে, তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিবর্তনশীল বাজারে প্রথম ড্রুয়িড স্মার্টফোন নিয়ে আসছে মটোরোলা। তাছাড়া ২০১৩ সালে তথ্যপ্রযুক্তির বিভিন্ন সেক্টর লক্ষ্য করলে নতুন মোবাইল ফোন নিয়ে প্রচুর গুজবের বিষয়টি প্রতীয়মান হয়। অ্যাপলের আইওএস ৭ চালিত আইফোন ৫এস এবং এলজি অপটিমাস জিপ্রো‘র নির্মাণ কাজ ইতিমেধ্যে শুরু হওয়ার খবর প্রচারিত । যার সাথে যুক্ত হল মটোরোলা স্মার্টফোন। ফলে এ পণ্যগুলোর মধ্যে প্রতিদ্বন্দীতা খুব জমবে বলে ধারণা করছে তারা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, ২৪ জানুয়ারি, ২০১৩