অনলাইন দুনিয়ার একচ্ছত্র আধিপত্য এখন নিয়ন্ত্রণ করছে গুগল। ভবিষ্যতের অনলাইন ব্যবসা প্রসারে তাই আবারও নতুন ছকে বিজ্ঞাপনের অঙ্ক সাজাচ্ছে গুগল।
এ বাজারকে শক্তপোক্ত করতে অ্যাডওয়ার্ডস নিয়ে ব্যাপকভাবে কাজ শুরু করেছে গুগল। ইন্টারনেটের সুবাদে স্মার্টফোন আর ট্যাবের কাঁধে ভর করেই হালফ্যাশনে নতুন তথ্যবিশ্বের জানান দিচ্ছে গুগল।
গুগলের সহ-সভাপতি শ্রীধর রামেস্বামী ব্লগমাধ্যমে জানান, মানুষ এখন দ্রুতই তথ্যমাধ্যম পরিবর্তনে অভ্যস্ত। পিসি থেকে হুট করেই স্মার্টফোনে। আবার স্মার্টফোন থেকে ট্যাবে। তবে এ পণ্যবদলে ইন্টারনেট হচ্ছে অবিচ্ছেদ্য। সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ তো বাড়তি চাহিদার খোরাক পূরণ করছে।
আর দেশভিত্তিক রিয়েল ম্যাপের সুবাদে চাইলেই হাতের মুঠোর সার্চ ইঞ্জিনের ধরা দেবে যেকোনো ক্যাফের চটজলদি সব তথ্য। ফলে এ ব্যবসায় রাতারাতি দিনবদলের আভাস পাওয়া যাচ্ছে। আর এ বাজারকে গুগল নখদর্পনে রাখতে অ্যাডওয়ার্ডস নিয়ে বেশ গুরুত্বের সঙ্গেই কাজ করছে।
বাংলাদেশ সময় ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩