ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে বাংলায় ইল্যান্সের কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৩
অনলাইনে বাংলায় ইল্যান্সের কর্মশালা

“ইল্যান্স বাংলাদেশ” দেশের ফ্রিল্যান্সারদের জন্য অনলাইন “ওয়েবিনার” কর্মশালার আয়োজন করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি “বিকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৭ টা” দুই ঘন্টাব্যাপী কর্মশালায় সম্পূর্ণ বাংলায় ইল্যান্স মার্কেটপ্লেসের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।



ফ্রিল্যান্সে আগ্রহীরা এই https://www4.gotomeeting.com/register/538336559  লিঙ্কে গিয়ে নিবন্ধনের মাধ্যমে উক্ত কর্মশালায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের পর ইল্যান্সের পক্ষ থেকে ফিরতি মেইল আসবে। মেইলের “Join Webinar” বাটনে অথবা “Click here to join” লিংকে ক্লিক করে ঐদিনের কর্মশালায় সরাসরি জয়েন করতে হবে।

কর্মশালায় আলোচিত বিষয়ের মধ্যে থাকছে

-ইল্যান্স প্রোফাইল ডেভেলপমেন্ট নিয়ে কিছু এক্সক্লুসিভ টিপস অ্যান্ড গাইডলাইন
- ইল্যান্সে সঠিকভাবে ক্লায়েন্ট এবং জব খোঁজার পদ্ধতি
- বিড করতে প্রস্তাবনা তৈরির পদ্ধতি
- এছাড়া ইল্যান্সের কিছু নিয়মনীতি প্রসঙ্গে আলোচনা

উল্লেখ্য, আলোচকের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বেও অংশ নিতে পারবেন ফ্রিল্যান্সাররা।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।