বাংলা ভাষায় রান্নার ব্লগ বা ওয়েব সাইটের উপস্থিতি দেখা গেলেও ভিডিও উপস্থাপনায় রান্না শেখানোর উদ্যোগ খুব একটা চোখে পড়েনি।
এ ছাড়াও রান্নার সাইটগুলোতে দেখা যায় সবাই গবেষণামূলক বা অভিজাত রশদ নিয়ে লেখেন বা আলোচনা করে।
যেখানে বেগুন ভর্তা থেকে শুরু করে চিকেন বিরিয়ানি পর্যন্ত বহুমুখী রান্নার ভিডিও উপস্থাপন করা হয়েছে। এটা বাংলা ভাষায় বাংলাদেশি ব্লগ যেখানে রান্না প্রক্রিয়ার প্রতিটি ধাপ হাই ডেফিনেশন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ব্লগটি ৩০টি রান্নার ভিডিও নিয়ে যাত্রা শুরু করলেও প্রায় প্রতি মাসেই তিন থেকে চারটি নতুন ভিডিও যোগ করা হবে বলে জানিয়েছেন রুমানার রান্নাবান্না ব্লগের প্রতিষ্ঠাতা এবং ব্লগার রুমানা আজাদ। ব্লগটি দেখা যাবে আগ্রহীরা (http://rumana.net.bd) এ ঠিকানায় ব্লগটি দেখতে পারবেন।
বাংলাদেশ সময় ২১৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান